1. admin@rangpurjournal.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সার্বিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা আদিতমারী জোড়া দীঘির পাড়, কেয়া খাতুন রংপুর চন্দনপাট ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা লালমনিরহাটে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত – রংপুর জার্নাল সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে: রংপুরে জি.এম কাদের রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালন সবার জন্য স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা শীর্ষক ভবিষ্যত প্রজন্ম যুব সম্মেলন – রংপুর জার্নাল কেউ কি আছে ?, কানিজ ফাতেমা তুমি আমি কেহই কিন্তু ?, দেবদাস হালদার

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রংপুরে জিএম কাদের

  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১ বার পঠিত

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রংপুরে জিএম কাদের।

মো: সাকিব চৌধুরী,

রংপুর মহানগর প্রতিনিধি:

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। বর্তমানে নির্বাচনের যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তাতে করে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে, যে পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

বুধবার (২৪ মে) বিকালে রংপুরে পাঁচদিনের সফরে আসার পর সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা দরকার সেটাই করছে। জনগণ মারা গেলে যাক, এটাই তাদের পলেছি। বিএনপি আন্দোলন করছে তারাও চায় ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে তারাও ভাল কিছু করবে কি না জানিনা। তারাও আন্দোলন করে ক্ষমতায় গিয়ে মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। তারাও দূর্নীতি করেছে, দলীয়করণ করেছে। আমরা সংঘবদ্ধ থাকলে দেশের একটা বিকল্প শক্তি হিসেবে শক্তিশালী ভুমিকা রাখতে পারবো বলেন মনে করি।

ডলার সংকট নিয়ে জিএম কাদের বলেন, ডলার সংকট একটি ভয়াবহ সংকট। এটি সঠিকভাবে সমাধান না করতে পারলে, রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে এবং বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার এটা করতে ব্যর্থ হলে এর মাসুল সরকারকেও যেমন দিতে হবে তেমনি জনগণকেও দিতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, জাতীয় পার্টি সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই আগামী দিনে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প বড় দল হিসেবে কিভাবে জনগণের ভোটে সরকার গঠন করা যায়, সেই লক্ষ নিয়ে সারাদেশে দল গোছানোর কাজ চলছে।

জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক না কারও সাথে জোটবদ্ধভাবে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় বলে দেবে আমরা কি করব।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Rangpur Journal
Theme Customized By Theme Park BD