শিরোনাম :- আত্মশুদ্ধি
কলমে মোহাম্মদ জামিদুল ইসলাম
হাতিবান্ধা লালমনিরহাট বাংলাদেশ
এসো মুমিন সিয়াম
সাধনা করি অতি যতনে ।
মাহে রমজান এসেছে
তোমার আমার দ্বারে ।
আত্মশুদ্ধি করো তুমি
মন টা রাখো খাঁটি ।
আমল নামা ভারি করো
থাকবে পরিপাটি ।
জন্মিলে মরিতে হবে
চিরস্থায়ী কেহ নয় ।
চোখের পলকে যমদূত এসে
নির্ধারিত ব্যক্তিকে নিয়ে যায় ।
চলে যদি যেতে হয় ওপারে
কি হিশাব দিবে তুমি
কঠিন হাশরের মাঠে ।
খোদার হুকুম অমান্য করে
চলো যদি তুমি এই ভূবনে ।
কঠিন হিশাব হবে তোমার
অন্ধকার কবরে ।
এখনো সময় আছে
ফিরে এসো মুমিন তুমি
আল্লাহর দরবারে ।
সিয়াম সালাত সাধনা করো
তুমি অতি যতনে যতনে ।
Leave a Reply