শিরোনামঃ চোখেরজল
কলমেঃসানু তাছমিন সাগরিকা
======================
জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা,
কারন চোখেরজল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবেনা ।।
সত্যিকার অর্থে যে ভালোবাসে সে হাজার টা ভুলে মাঝেও একটি কারন খুঁজ বের করে,
শুধু মাএ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য ।।
মানুষ এমন একটা প্রানী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করা যায় না,
বিশ্বাস করলে ঠকবে হয়
আর অবিশ্বাস করলে হারাতে হয় ।।
একটা কথা মনে রেখো যা তুমি নিজে পারেনা তা অন্যকে উপদেশ দিওনা ।।
তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো,,
কিন্তু একটা কথা মনে রেখো পকৃত পক্ষে তুমি তার চরিএ নিয়ে বেঁচে থাকবে সৌন্দর্য নিয়ে নয় ।।
অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়ার টা একটু বেশি হয়ে গেয়েছিলো ।।
বাস্তবতা হলো ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না ।।
কিন্তু হবেনা বলে হাল ছেড়ে দেয়া উচিত না ….. মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে ।।
যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার চেয়ে বেশি আরও সস্তা ভাববে হ্যাঁ এটাই বাস্তবতা,,
ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলে তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব নেই ।।
যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্য ভালোবাসা মনে করিস ।
সে তোমাকে সারাজীবন আগলে রাখতে পারে হ্যাঁ এটাই সত্যি ।।
প্রতিটি প্রমিক আশা করে যাকে ছেড়ে দিছি, ভালো থাকুক সেই মানুষটা,
যাকে ঘিরে, তার পুরা শহরটা একজন আলোকিতো ছিলো ।
চরিএবান ব্যাক্তির কাছে তার বউ দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী ।।
অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে
অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালো বাসাটা সত্যি কারের হয়ে থাকে ।।
মন দেখে ভালো বাসলে, টাকা পয়সা, ধন দেখে নয়, গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয় , রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় ।।
একজনকে ভালোবাসো দশজনকে নয়……..!
Leave a Reply