1. admin@rangpurjournal.com : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় দায়সারা প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত – রংপুর জার্নাল ভুয়া পোষ্য কোঠায় প্রধান শিক্ষকের চাকুরী অতঃপর শিক্ষা অধিদপ্তরে অভিযোগ হাতীবান্ধায় চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা লালমনিরহাট জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- গোলাম মোস্তফা স্বপন পঞ্চগ্রাম ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন – চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া লালমনিরহাট সদর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন – এরশাদুল করিম রাজু লালমনিরহাট সদর উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন – ফেরদৌসী বেগম বিউটি ঈদ উপলক্ষে পাটগ্রামে ২৭,৭২০ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ রংপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পঠিত

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের
নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মােঃ জাহিদ হোসেন,

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে উপমহাদেশের সর্ব বৃহত্তম ঈদের জামাত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। এই সর্ববৃহৎ ঈদ জামাতে ইমামতি করবেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিবু মাওলানা মোঃ শামসুল হক কাশেমী।
মঙ্গলবার (২৮ মার্চ-২০২৩) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলওয়ার হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ বোরহান-উল-ইসলাম সিদ্দিকি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ইসলামিক ফাউন্ডেশের ডিডি মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ মাজহারি, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জানান, ৫২ গম্বুজবিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমন্ডিত গোর-এ-শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় ঈদগাহ মিনারের ঈদুল ফিতরের বিশাল জামায়াতে ৬ লাখের অধিক মুসুল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, পুরো ইদগাহ মাঠজুড়ে ৪ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হবে। এই নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। সকাল ৭টা থেকে মুসুল্লিরা প্রবেশ পথ দিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। মুসল্লিদের প্রবেশের জন্য মোট ১৯টি গেট থাকবে। শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মুসুল্লিরা মাঠে প্রবেশ করবেন। এসব গেটে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে। থাকবে পর্যবেক্ষন টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠ মনিটরিং করা হবে। ১১০টি মাইক বসানো হবে। আর ইমাম সাহেবকে সহযোগিতা করার জন্য শহরের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আসা ৫ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। থাকবে স্বাস্থ্য ক্যাম্প। মুসল্লিদের ওজু করতে যাতে কোন প্রকার অসুবিধা না হয়, সেজন্য ২৫০টি ওযুখানা বসানো হবে। এছাড়া মুসল্লিদের খাবার পানিরও ব্যবস্থা রাখা হবে।
এর আগে জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিষ্ট মরহুম মাশরাফি হোসেন মারুফের পিতা আনিছুর রহমান ও মাতা মিনু আরা বেগমের নিকট বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দেয়া নগদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Rangpur Journal
Theme Customized By Theme Park BD