রংপুর নগরীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন।
মোঃ সাকিব চৌধুরী,
রংপুর মহানগর প্রতিনিধি:
রংপুর নগরীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া (২২) নামে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মেই এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার রাজু মিয়ার বাড়ি রংপুর নগরীর আশরতপুর এলাকায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম। তিনি জানান, সোমবার(২৭ মার্চ) সকাল ১১ টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া নামের ওই যুবক লাইন পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনায় পতিত হয়। পরে আশংকা জনকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।
রংপুর রেলস্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলী জানান, প্লাটফর্মে ট্রেন ধীরে চলে। এই সময়টা অনেকেই জীবনের ঝুকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে। এই ঝুকি নেয়ার কারনে ওই যুবকের দুটি পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। যা খুবই দুঃখজনক। এজন্য সকলকে সাবধানতা অবলম্বন করা জরুরি।
Leave a Reply