হাতীবান্ধায় বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত
লালমনিরহাট প্রতিনিধি :
রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধায় বাজার মনিটরিং শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন ওই উপজেলার পারুলিয়া বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধুপায়ে ব্যাবসা করার কারনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার টি দোকানে আট হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় মেয়াদ উত্তীর্ণ কোমলপানিও রাখার অপরাধে মুন্না হোটেলকে পাঁচ হাজারসহ মোট আট হাজার টাকা জরিমানা করেন।
রমজানের প্রয়োজনীয় পন্য বুন্দিয়া, ছোলা, চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য পন্যের দাম বেশি নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন বলেন, রমজান মাসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন তিনি।
Leave a Reply