1. admin@rangpurjournal.com : admin :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৬ বার পঠিত

শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে
-মনোরঞ্জন শীল গোপাল এমপি।

মোঃ জাহিদ হোসেন,

দিনাজপুরপ্রতিনিধি :

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশপ্রেমের প্রত্যয় ও প্রবল আত্মবিশ্বাসে বর্তমান প্রজন্মকে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র জিপিএ-৫ অর্জন তথা মেধাবী হলে হবে না বরং শিক্ষার্থীদেরকে নীতি-নৈতিকতার উপর অধিষ্ঠিত থেকে মনুষ্যত্ববোধের জাগরণের মাধ্যমে আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে।
রোববার (২০ মার্চ ২০২৩) সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে আম্রকানন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সত্যিকারের মানুষের মতো মানুষ হতে হলে জীবনের প্রত্যেক প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবেলা করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে তোমরাই নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এভাবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে।
আম্রকানন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হরিপদ অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, মোহনপুর ইউপির চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সাবেক চেয়ারম্যান দিনেশ।
স্বাগত বক্তব্য রাখেন আম্রকানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন চন্দ্র শর্ম্মা
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাকসুদুজ্জামান সাজু। মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Rangpur Journal
Theme Customized By Theme Park BD