তোমাকে পড়ার ভয়
মোঃ মোস্তাফিজুর রহমান
আমি নজরুল পড়েছি,
আমি সুনীল পড়েছি,
আমি রবি ঠাকুর পড়েছি,
আমি জীবনানন্দ পড়েছি।
অথচ, আমি তোমাকে পড়তে পারি না!
তোমার ভাষা কি দুর্বোদ্ধ,
তোমার শব্দচয়ন কি ভীষণ কঠিন,
তোমার ভাবগাম্ভীর্য কি প্রগাঢ়,
মনে হয় যেন দুর্গম পাহাড় পাড়ি দিচ্ছি।
চারদিকে খাদ,
কি বন্ধুর পথ,
কি ভীষণ ভয়ানক,
আমি আর পারছিনা,
আমার মেকি লাগে,
আমার গা গুলায়,
আমার হৃদস্পন্দন বেড়ে যায়,
আমার ভয়ানকভাবে গা ছমছম করে,
আমি তোমাকে পড়তে পারি না।
বিশ্বাস করো,
তোমাকে ভাবতে আমার ভয় হয়,
আমি তোমাকে পড়তে পারি না।
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
Leave a Reply