1. admin@rangpurjournal.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত গোবিন্দ-শীব মন্দিরের সপ্তমী বাসন্তি পূজা পরিদর্শনে স্বরূপ বকসী বাচ্চু দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা পূর্নভবা নদীতে ভাসমান শিশুর লাশ রংপুর নগরীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ দিনাজপুর জেলা কোতয়ালী থানার জিয়াউর রহমান হত্যাকান্ড মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামী গ্রেফতার অভিমানিনী, ধ্রুবক রাজ

রংপুরের কাউনিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক নিহত হয়েছেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক নিহত হয়েছেন।

মোঃ সাকিব চৌধুরী,

রংপুর মহানগর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা ময়নাল হক (৫২) নিহত হয়েছেন। ১৭ মার্চ শুক্রবার রংপুরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ময়নাল হক উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাবুখা গ্ৰামের আ. রহমান টাৎক্ত শেখের ছেলে।

মামলার বরাত দিয়ে হারাগাছ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, বাবুখা গ্রামে একই এলাকায় থাকেন ময়নাল হক ও তাঁর ছোট ভাই মো. ইউনুছ আলী। ইউনুছ তাঁর বড় ভাই ময়নালের কাছে টাকা পায়। গত ৯ মার্চ সকালে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ময়নাল বাড়িতে চলে যান। এর জেরে দুপুরে ইউনুছ আলী ও তাঁর দুই ছেলে ইয়াসিন মিয়া, পারভেজ মিয়া ময়নালের ওপর হামলা চালান। একপর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি দিয়ে ময়নালের মাথায় আঘাত করে।

এসআই বলেন, গুরুতর আহত অবস্থায় ময়নালকে প্রথমে হারাগাছ হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উপপরিদর্শক এসআই কমল মোহন্ত বলেন, এ ঘটনায় ১১ মার্চ ময়নালের ছেলে বাদী হয়ে ছোট চাচা, চাচি ও দুই চাচাতো ভাইসহ চারজনের নাম উল্লেখ করে হারাগাছ থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলা দায়ের পর পরই ওই দিন অভিযান চালিয়ে অভিযুক্ত তিন নম্বর আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Rangpur Journal
Theme Customized By Theme Park BD