সদরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
তানভীর তুহিন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা পরিষদ ও প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব, শিল্পীগোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পার্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে প্রভাতফেরী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার হলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা কৃষি অফিসার বিধান রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া। এছাড়াও অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-ককর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
Leave a Reply