ফানুস
সানু তাছমিন
নারী তুমি কেনো এমন
তুমি কি মানুষ না…..?
তোমার কি মনুষ্যত্ব বোধ নাই?
তুমিও তো দিন শেষে একজন নারী।
তাহলে তুমি আর একজন
নারীকে দেখে কেনো হাসো,
সে কালো বলে অসুন্দর বলে….?
নারী হয়ে আর একজন নারীকে
কি ভাবে কাজের মেয়ে রাহিমা, সখিনা বলো ?
রুপের অহংকার করোনা,পৃথিবী স্থায়িত্ব নয় কারোর।।
তুমিও মা হবা তোমার কোলেও সন্তান আসবে
সে যদি কালো হয় তোমার সন্তানকে তবে ফেলাই দিবে।
নারী আজ তোমার রুপ আছে বলে
অন্য নারী কে আপমান করবা…??
মানুষের বাহিরের রুপ দেখে তার গুন বুজা যায় না
তার গুন খুঁজতে হলে তার ব্যবহার আচার-আচরণ দেখে গুন বিচার হয়..।।
তবে সেই প্রকৃত অর্থে মানুষ না
যে মানুষ হয়ে, পর মানুষ কে মানুষ মনে করেনা
তার ভিতরে কোনো গুন থাকতে পারে না।।
অহংকার অধঃপতন আনে।।
Leave a Reply