পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষে বানিজ্য মেলা রংপুর এ হিজড়া জনগোষ্ঠীর নতুন চমক রুপান্তর
শফিউজ্জামান আতা,
স্টাফ রিপোর্টার।
হিজড়া কথাটা শুনলেই শরীরের ভেতর যেন কেমন করে ওঠে। তাদের সমাজে অবাঞ্চিত মনে হয়। বস্তুত তারা সৃষ্টির শুরু থেকেই ছিল। আল্লাহপাক পবিত্র কোরআনের সুরা আল ইনফিত্তার এর ৮নং আয়াতে বলেছেন ‘ফি আই-সুরাতিম মাশা-আ রক্কাবাক’ যে অবয়বে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন। সুতরাং হিজড়াদের দিকে যিনি অঙ্গুলি উঠিয়ে কথা বলেন- তিনি প্রকৃতপক্ষে আল্লাহর দিকে অঙ্গুলি উঁচিয়েই কথা বলেন। হিজড়ারা আমাদের নবী হযরত মুহাম্মদের (স.) সময়ে তার পিছনে জামাতে নামাজ পড়তেন।
হিজড়া সম্প্রদায়ের লোকেরা অতীতেও ছিল এখনো আছে। ২০১২ সালের আগে হিজড়াদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয় নাই। ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়াদের ২০১২ সালে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেন। যা একটি ব্যতিক্রমী পদক্ষেপ।
শিল্প ও বানিজ্য মেলা রংপুর এ একটা স্টল নিয়েছে রংপুর জেলা হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা যার নাম রুপান্তর।
৮ ফেব্রুয়ারী, বুধবার রংপুর জেলা হিজড়া জনগোষ্ঠীর সভাপতি আনোয়ারা হোসেন রাণী এক সাক্ষাৎকারে রংপুর জার্নালকে বলেন, আমরা আর পিছিয়ে থাকতে চাই না।
রংপুর জেলায় ৩৭০ জন হিজড়া নিয়ে আমাদের সংগঠন।
আমরা সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই আমরা এই বানিজ্য মেলায় “রুপান্তর” নামে এই কাপড়ের স্টল টি দিয়েছি, আমাদের নিজেদের তৈরি ফুলের টব, পুতুল সহ কুটির শিল্পের কিছু পণ্য তৈরী করেছি।
আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আমরা রংপুর শহরে একটি উন্নত মানের দেশীয় শিল্পের তৈরিকৃত কাপড়ের শোরুম দিতে চাই। এভাবে আমাদের সবার আত্মকর্মসংস্থান তৈরী করতে চাই। এজন্য সবার সহযোগিতাপূর্ণ মনোভাব কামনা করছি।
কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা বলেন, আমরা তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এখনে অনেক ভালো মানের কাপড় আছে, সাশ্রয়ী মূল্যেও পাচ্ছি, সব মিলে ভালোই লেগেছে।
Leave a Reply