পাটগ্রামে বুদ্ধিজীবি দিবস পালিত
মিনহাজ পারভেজ পাটগ্রাম লালমনিরহাট॥
লালমনিরহাটের পাটগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমীন বাবুল , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখর যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাটগ্রাম উপজেলা কর্মকর্তা মোঃ মাহবুব-উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ ছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
Leave a Reply