হামিদ মালস্ এর প্রিন্সেস-রংপুর জার্নাল
বিনোদন প্রতিনিধিঃ
রিফাত মোল্লা
সম্প্রতি মুক্তি পেয়েছে হামিদ মালস্ এর অফিসিয়াল চ্যানেলে প্রিন্সেস শিরনামের একটি মিউজিক ভিডিও । গানটিতে কন্ঠ দিয়েছেন রাজ হৃদয় এর পাশাপাশি হামিদ মালস নিজেও। গানটিতে অভিনয় করেছে আঞ্জুমান মেহজাবিন,হামিদ মালস্ এবং রাজ হৃদয়। গানটির কথা এবং সুর ও করেছেন হামিদ মালস নিজেই।গানটি পরিচালনা এবং সিনেমেটোগ্রাফি করেছেন দ্বীন ইসলাম শাহরুখ।
নতুন এই গানটি প্রসঙ্গে হামিদ মালস বলেন, খুব অল্প সময়ের মধ্যে গানটিতে আশাতীত সাড়া পেয়েছি। ইউটিউবে যেমন সাড়া মিলেছে তেমনি টিকটক লাইকির শর্ট ভিডিও প্ল্যাটফরমগুলোতেও গানটি দারুণভাবে লুফে নিয়েছেন শ্রোতা-দর্শকরা। আমাদের এই ট্রুপের আরও কিছু গান রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলোতেও শ্রোতারা নিরাশ হবেন না।
Leave a Reply