সদরপুরে ইউসিবি ব্যাংকের ২২২ তম শাখা উদ্বোধন
তানভীর তুহিন
এক সাথে এক পথে এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ সি বি) এর শাখা উদ্বোধন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার জমজম টাওয়ারে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্যাংকটির ২২২ তম শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ সি বি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরিফ কাদরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ টি এম তাহমিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার। এছাড়াও আরো উপস্থিত ছিলো ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সদরপুর শাখা প্রধান সুব্রত মালো গণমাধ্যমকে জানান, প্রান্তিক পর্যায়ে সকলের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও দেশের কৃষি উন্নয়নে কৃষকদের ব্যাপক সহযোগিতা করাই হলো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
Leave a Reply