ভ্যানগাড়ি চালিয়ে নিজের সিনেমা নিজেই প্রচার করছেন রাসেল মিয়া
বিনোদন প্রতিনিধি,রিফাত মোল্লা
বহু আলোচিত ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ভাইয়ারে সিনেমার ট্রেইলর রিলিজ হয়েছে ইতিমধ্যে ট্রেইলর প্রসংশা কুড়াচ্ছে দর্শক মহলে। কিন্তু মজার বিষয় হলো ভাইয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল মিয়া ঢাকা শহরে ঘুরে ঘুরে ভ্যান গাড়ীতে পোস্টার সাজিয়ে মাইকিং করে করে দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছেন।রাসেল মিয়া বলেন আমি নিজেই যখন সরাসরি দর্শকদের সাথে মিশে গিয়ে ছবির প্রচারনা করছি এতে করে খুবই অল্প সময়ের মধ্যে ছবিটির প্রচার হচ্ছে।ছবিটির প্রচারনার স্বার্থে আমি আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
রাসেল মিয়া আর-ও বলেন ইতিমধ্যে ট্রেইলর দেখেই কাঁদছেন দর্শক ট্রেইলর দেখেই আন্দাজ করা যাচ্ছে পুরো সিনেমাটা কেমন হতে পারে,সিনেমাটির ভিতরে কি রয়েছে,ট্রেইলর দেখে অনেকেই বলছেন এতো ইমোশনাল ট্রেইলর গত একযুগে আর দেখা মেলেনি,ট্রেইলর দেখেই অনেকের চোঁখের পানি চলে আসছে,প্রিয় দর্শকতো মাত্র ২ মিনিটের ট্রেইলর দেখেই ইমোশনাল হয়ে গিয়েছেন,পুরো ছবিটা সিনেমা হলের বড় পর্দায় বসে দেখলে রক্ত মাংসের মানুষ হয়ে থাকলে না কেঁদে হল থেকে বের হতে পারবেন না।পারিবারিক সেন্টিমেন্টের এই ছবিটি সকল পরিবারের সদস্য হয়ে বেঁচে থাকবে, রাসেল মিয়া ভাইয়ারে ছবির জন্য সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
আগামি ২ সেপ্টেম্বর শুভ মুক্তি চলচ্চিত্রটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব রাসেল মিয়া,জারা,এ্যালিনা শাম্মি,সিমান্ত আহমেদ,শবনম পারভীন,মাহমুদুল ইসলাম মিঠু,হেলেনা জাহাঙ্গীর সহ সহ আর-ও অনেকে।
Leave a Reply