প্রকাশ পেল জুবায়ের অনি অভিনীত “কন্যার বয়স আঠারো”
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি বিডি ২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো নতুন মিউজিক ভিডিও ‘ কন্যার বয়স আঠারো জসিম উদ্দিন আকাশের কথায় সুর করেছে এফ এ প্রীতম সঙ্গীত আয়োজনে ছিলেন সোহাগ এস বি গানটিতে কণ্ঠ দিয়াছে কণ্ঠশিল্পী সোহাগ এস বি । মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটকার বরিশালের জুবায়ের অনি,অলিভিয়া তামান্না ও ইসমাইল খান হৃদয় । গানটির ভিডিও পরিচালনা করছেন জি এম সি সোহান । মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ । গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন , কণ্ঠশিল্পী সোহাগ এস বি আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন । গানটির সুর , সংগীতায়োজন , মিউজিক ভিডিও সব মিলিয়ে কন্যার বয়স আঠারো গান ও ভিডিও এ সময়ের দর্শক – শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি । পরিচালক জি এম সি সোহান বলেন , গীতাকার জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে । মিউজিক ভিডিও নিয়ে জুবায়ের অনির কাছে প্রশ্ন করলে জুবায়ের অনি আমাদের জানায় গানটি সকলের কাছে ভালো লাগবে আশা করছি এবং দর্শক নিরাশ হবে না ।
Leave a Reply