1. admin@rangpurjournal.com : admin :
রবিবার, ০৩ মার্চ ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার রংপুর প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপের চ্যাম্পিয়ন টিসিএ – রংপুর জার্নাল স্টেপ আপ ফর টুমরো সংগঠনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পিজিয়ন ক্লাবের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক – রংপুর জার্নাল হাতীবান্ধায় হেফজ বিভাগের ছাত্রদের মধ্যে টেবিল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত স্থলবন্দর শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত – রংপুর জার্নাল ফাগুন – শফিউজ্জামান আতা রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৮০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

১৫ মের মধ্যে হজযাত্রী স্থানান্তরের সুযোগ

  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৩০ বার পঠিত

আগামী ১৫ মের মধ্যে যেসব হজ এজেন্সির কাছে ৯৭ এর কম হজযাত্রী রয়েছে, সেসব এজেন্সি তাদের হজযাত্রীদের অন্য এজেন্সিতে স্থানান্তর করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এই সুযোগ দেয়ার কথা জানিয়েছে।সময়সীমা ১৫ মের পর বাড়ানো হবে না।

আগামী জুলাই মাসের প্রথম ভাগে বিশ্বের মুসলামানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মিলন হজ এবার অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার হজে বিদেশ থেকে অংশ নেয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব।

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। তবে মহামারীর মধ্যে নিবন্ধন করেও যারা যেতে পারেননি, তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

হজযাত্রার প্রস্তুতির মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে হজকার্যক্রম পরিচালনার জন্য বৈধ হজ এজেন্সির তালিকায় প্রকাশিত যে সব হজ এজেন্সির প্রাক-নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৯৭ বা তদূর্ধ্ব, সে সব এজেন্সিকে ২০২২ সনের হজের নিবন্ধন স্থানান্তর কার্যক্রম সম্পন্নের জন্য অনুমতি দেওয়া হল।

বৈধ যে সব হজ এজেন্সির নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৯৭ জনের কম, সে সব হজ এজেন্সি পরস্পর সমঝোতা ও সমন্বয় করে ‘লীড’ এজেন্সিতে তাদের হজযাত্রী স্থানান্তর করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লীড এজেন্সি নির্ধারণ করে ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর সম্পন্ন করতে হবে।”

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১৩ শতাধিক হজ এজেন্সির মধ্যে সচল আছে ১০৫৩টি এজেন্সি। যাদের ৯৭ ও এর বেশি হজযাত্রী থাকবে, তারাই “লীড এজেন্সি’।

যে সব হজ এজেন্সি বিভিন্ন অভিযোগে শাস্তিপ্রাপ্ত, লাইসেন্স স্থগিত রয়েছে কিংবা লাইসেন্স সচল নেই বলে ই-হজ সিস্টেমে এজেন্সির ইউজার আইডি এবং পাসওয়ার্ড বন্ধ, সে সব হজ এজেন্সির অধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীদের সচল এজেন্সিতে স্থানান্তর করতে বলা হয়েছে।

এই কাজ শেষ হওয়ার পর সৌদি আরবে হজ এজেন্সির তালিকা এবং হজ এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Rangpur Journal
Theme Customized By Theme Park BD